বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল লেবাননের হিজবুল্লাহ

0

এবার যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তাদের এই ক্ষেপণাস্ত্রের নাম ‘এসএএম-৬’।

লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে এক সামরিক প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি প্রদর্শন করা হয়।

১০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ১৯৮২, ২০০০ ও ২০০৬ সালের যুদ্ধে ইসরায়েলের কাছ থেকে জব্দ করা অস্ত্রসস্ত্র ও সাঁজোয়া যান প্রদর্শন করা হয়। ২০১৭ সালে তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ থেকে জব্দ করার সমরাস্ত্রও এখানে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান ইব্রাহিম আমিন আল-সাঈদ বলেন, এ প্রদশনীতে শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে হিজবুল্লাহর প্রতিরোধ শক্তি ও সক্ষমতা ফুটে উঠেছে। সূত্র: আল মাসিরাহ, প্রেসটিভি, ফার্সনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here