বিমানের বাইরের অংশ পরিষ্কারের জন্য পরিবেশ-বান্ধব স্বয়ংক্রিয় যন্ত্র আনল ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এই রোবোটিক যন্ত্র ‘এরোওয়াশ’-এর সাহায্যে বিমান পরিষ্কার করা হবে সম্পূর্ণ শুষ্ক ভাবে। প্রতিটি বিমানের বাইরের অংশ পরিষ্কারের জন্য বছরে গড়ে প্রায় ৭৫ হাজার লিটার পানি খরচ হয়। এই যান্ত্রিক ব্যবস্থাটি চালু হওয়ার পর বিমান প্রতি বছরে ৭৫ হাজার লিটার পানি বাঁচানো সম্ভব হবে।
‘এরোওয়াশ’ ডিভাইসটিতে একাধিক আধুনিক বৈশিষ্ট্য রয়েছে। পরিষ্কারের জন্য এতে রয়েছে একটি রোবোটিক মাইক্রো-ফাইবার ব্রাশ ড্রাম। জলবিহীন প্রক্রিয়ার কারণে যন্ত্রটি অনেক বেশি টেকসই।