কিম জং–উন তার ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ায় গেছেন। রবিবার তিনি পিয়ংইয়ং থেকে রাশিয়ার উদ্দেশে ত্যাগ করেন। সোমবার ভোরে তিনি রাশিয়ায় পৌঁছান।
রাশিয়া সফরে কিম জং–উনের সঙ্গে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন। আছেন দেশটির সামরিক কর্মকর্তারা। এ ছাড়া উত্তর কোরিয়ার শীর্ষ অস্ত্রশিল্পের কর্মকর্তারাও তার সঙ্গে আছেন বলে জানা গেছে।
তবে উত্তর কোরিয়ার সাবেক এক কর্মকর্তা জানিয়েছেন, কিমের বিমান বহু পুরাতন। সেটি রক্ষণাবেক্ষণ করা হয়নি। মাঝ আকাশে দুর্ঘটনা ঘটলে কিমের বিমান আর উদ্ধার হবে না সেটি আকাশেই থাকবে। সুতরাং নিরাপত্তা বিবেচনায় ট্রেনই শ্রেয়।
কো ইয়ং হাওয়ান নামে এই কর্মকর্তা উত্তর কোরিয়ার কূটনীতিক ছিলেন। ১৯৯১ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় চলে যান।
তিনি আরও বলেন, গাড়িতে ভ্রমণ করাও ভালো পছন্দ নয়। উত্তর কোরিয়া সীমান্ত থেকে রাশিয়ার দূরত্ব ২২ ঘণ্টার পথ। এছাড়া উত্তর কোরিয়ার রাস্তাঘাটও তেমন ভালো নয়। সুতরাং উত্তর কোরিয়ায়ও বৈঠক সঠিক পছন্দ হতো না। সূত্র: বিবিসি