কুয়েত সিভিল এভিয়েশন ১৩ জন প্রবাসী বাংলাদেশিকে ভিসার মেয়াদ শেষ হওয়ায় বিমানবন্দর থেকে ফেরত পাঠাচ্ছে। বৃহস্পতিবার কুয়েত এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। শনিবার দিবাগত রাতের একটি ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানে কুয়েতের নতুন ভিসাধারী ১৩ জন যাত্রী ছিল। ফ্লাইটটির কুয়েতে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ২২ জুন রাত ১০টা ৫০ মিনিটে, কিন্তু ফ্লাইটটি নির্ধারিত সময়ের ৫২ মিনিট পরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারা বলেন, বিএমইটি ক্লিয়ারেন্স দিতে দেরি করায় বিমান বাংলাদেশ দেরি করে ছেড়ে যায়। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে আমাদের বিমানের টিকিট করে দেয় রিক্রুটিং এজেন্সি। ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে আমরা কুয়েতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি।
বাংলাদেশ দূতাবাস কুয়েতের মন্ত্রী (শ্রম) আবুল হোসেন গণমাধ্যমকে জানান, খবরটি জানার পর দূতাবাসের পক্ষ থেকে কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। মালিক নিজে গিয়ে চেষ্টা করলে তাদের হয়তো কুয়েতে প্রবেশ করানো সম্ভব হবে।