‘অভাবের দিনোত চাইরা ভাত খাবার পামো। কাউয়ো হামাক এদোন সাহায্য দেয় নাই। ছওয়া দুইটাক নিয়ে হামরা এলা ভালোই ঈদ করব্যার পামো।’ বসুন্ধরার গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়কুমর গ্রামের বিধবা ফাতেমা।
পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রবিবার ফাতেমার মতো কুড়িগ্রাম, বগুড়া, গোপালগঞ্জ, গাজীপুর, নওগাঁ, সিরাজগঞ্জ ও রাজশাহীর বেশ কিছু দরিদ্র পরিবারের হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা এ সহায়তা বিতরণ করেন।
কুড়িগ্রাম সদরের দুটি, রাজারহাটের দুটি, ফুলবাড়ীর দুটি ও ভূরুঙ্গামারীর একটি পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিতরণের সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খন্দকার খাইরুল আনম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ, উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ রাসেদুজ্জামান বাবু, কালের কণ্ঠ’র ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান বাবুসহ শুভসংঘের বন্ধুরা।
বগুড়ায় খাদ্য সহায়তা পেয়েছেন সদর ও জেলার শেরপুর উপজেলার আছিয়া বেগম ও জুলেখা আক্তার। শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শুভসংঘের স্থানীয় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, কালের কণ্ঠ’র শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস জামান সরকার মুকুল, সমাজসেবক আব্দুস সাত্তার ছামেদ, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ অনেকে।
গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে দুটি দরিদ্র পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেয় শুভসংঘ। সহায়তা পেয়েছেন গোপালগঞ্জ শহরের পরিচ্ছন্নকর্মী ও সদর উপজেলার আড়পাড়া গ্রামের মো. শাহজাহান ফরিদী ও শহরের ব্যাংকপাড়া রোডের বাসিন্দা দিনমজুর সোহেল রানার স্ত্রী শাহানা বেগম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সুজন দাস, সহসভাপতি বিল্টু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
শুভসংঘের কালিয়াকৈর শাখার উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরের রতনপুর কাইনারা এলাকার জিন্নত আলীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ কালিয়াকৈর শাখার সভাপতি সালাহ উদ্দিন সৈকত, সাধারণ সম্পাদক বেনজির আহমেদ রাজন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ অনেকে।
নওগাঁয় বাঙ্গাবাড়িয়া মহল্লার শফিকুল ইসলাম মামুনের বিধবা স্ত্রী রোকশানা আরার হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাব সভাপতি কায়েশ উদ্দীন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, বসুন্ধরা গ্রুপের অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক নবির উদ্দিন প্রমুখ।
সিরাজগঞ্জের কাজিপুরে একজন ও সদরে অপরজনের হাতে তুলে দেওয়া হয় বসুন্ধরার উপহারসামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল, শুভসংঘের অর্থ সম্পাদক এনামুল হকসহ অনেকে। এ ছাড়া রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের দিনমজুর আবুল কালাম আজাদ মন্টু পেয়েছেন খাদ্যসামগ্রী। এ সময় উপস্থিত ছিলে শুভসংঘের দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য দুর্গাপুর সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহী, দুর্গাপুর প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আমিনুল ইসলাম, আব্দুল খালেক, কালের কণ্ঠ’র দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ও দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রমুখ।