ভোলায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচির সূচনা হয়। ভোরে যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আরিফুজ্জামান পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর ভোলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এ ছাড়াও ভোলা যুগীরঘোলে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অপরদিকে সকালে লালমোহন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
লয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাহানুর ইসলাম সাকিল