ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন জেলায় ১১৯টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৪৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৪১টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।