বিভাগীয় শহরে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের সফর শুরু

0
বিভাগীয় শহরে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের সফর শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের বিভাগীয় শহরগুলোতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের ৫৬ পর্যবেক্ষক। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে ইইউর পর্যবেক্ষকরা বিভাগীয় শহরগুলোতে রওনা হয়েছেন।

অনুষ্ঠানে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের উপ-প্রধান ইনতা লাসে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে প্রভাব ফেলছে কি না, তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইইউ।’
 
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, ২০২৪ সালে কী ঘটেছে বাংলাদেশে। এ নির্বাচনটি ঢাকার জন্য ঐতিহাসিক নির্বাচন।’
 
পর্যবেক্ষক দল জানায়, নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন ইইউ। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here