বিবিয়ানা-থ্রি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সিসিপিপি) জন্য সাত বছরের দীর্ঘমেয়াদি পরিষেবা চুক্তি (এলটিএসএ) সই করেছে মিতসুবিশি পাওয়ার। এ চুক্তির ফলে এলটিএসএর অধীনে মিতসুবিশি পাওয়ার নির্ভরযোগ্যতা বাড়াতে এবং কর্মক্ষমতা ও দক্ষতা চালনা করতে প্ল্যান্টের গ্যাস টারবাইন এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন সেবা দেবে।
বিবিয়ানা-থ্রি সিসিপিপি বাংলাদেশের বৃহত্তম গ্যাস টারবাইন কম্বাইন্ড সাইকেল (জিটিসিসি) পাওয়ার প্ল্যান্টগুলোর মধ্যে একটি। প্ল্যান্টটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) মালিকানাধীন।