বিবাহবিচ্ছেদের পর সানিয়া মির্জার প্যানিক অ্যাটাক হয়েছিল?

0
বিবাহবিচ্ছেদের পর সানিয়া মির্জার প্যানিক অ্যাটাক হয়েছিল?

টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। সাবেক ডাবলস ওয়ার্ল্ড নম্বর ১ সানিয়া তার ছেলে ইজহানকে একা বড় করার চ্যালেঞ্জ এবং সেই সময়ের মানসিক লড়াই কথা শেয়ার করেছেন। এই একান্ত আলাপচারিতায় তার কাছের বন্ধু ও পরিচালক ফারাহ খানের সঙ্গে তিনি এ কথা শেয়ার করেন। 

সানিয়ার নিজস্ব ইউটিউব শো সার্ভি ইট আপ উইথ সানিয়াতে আলোচনার সময় ফারাহ খান সিঙ্গেল মা হিসেবে সানিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পরিচালক বলেন, তুমি এখন একজন সিঙ্গেল মাদার, এর চেয়ে কঠিন কিছু আর হয় না। এটা সত্যি খুব কঠিন। আমাদের প্রত্যেকের জীবনেই নিজস্ব যাত্রা আছে এবং আমাদের নিজেদের জন্য সেরা পথটি বেছে নিতে হয়।

এর উত্তরে সানিয়া মির্জা স্বীকার করেন, মাতৃত্ব এবং কাজ একসাথে সামলানো তার জন্য কতটা কঠিন ছিল। একটি বিশেষ কঠিন দিনের কথা স্মরণ করে তিনি বলেন, আমি ক্যামেরার সামনে সেই ঘটনাটা বলতে চাই না, তবে সেটা আমার জীবনের অন্যতম খারাপ মুহূর্ত ছিল। সেই সময় তুমি (ফারাহ খান) আমার সেটে এসেছিলে এবং তারপরই আমাকে একটা লাইভ শো করতে যেতে হতো। তুমি না এলে… আমি কাঁপছিলাম। তুমি যদি সেখানে না আসতে, আমি ওই শোটা করতাম না। তুমি আমাকে বলেছিলে, যাই হোক না কেন, তুমি এই শোটা করবেই।

ফারাহ খানও সেই দিনের ঘটনা মনে করে বলেন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে কখনও প্যানিক অ্যাটাক হতে দেখিনি। সেদিন আমার শুটিং ছিল, কিন্তু আমি সব ছেড়ে পায়জামা আর চপ্পল পরেই সেখানে ছুটে গিয়েছিলাম।

প্রসঙ্গত, সানিয়া মির্জা ২০১০ সালের এপ্রিলে নিজের শহর হায়দ্রাবাদে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের ছেলে ইজহানের জন্ম হয়। ২০২৪ সালের জানুয়ারিতে সানিয়ার পরিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে শোয়েব মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করে। শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পরই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here