বিবাহবিচ্ছেদের গুঞ্জন, নিন্দুকদের যে জবাব দিলেন নেহা

0

গত ৬ জুন ৩৫-এ পা দেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। তার জন্মদিনের পার্টিতে গোটা পরিবারের দেখা মিললেও একজনের অনুপস্থিতি নজর কাড়ে অনুরাগীদের। তিনি গায়িকার স্বামী রোহানপ্রীত সিং। 

স্ত্রীর জন্মদিনে দেখা মেলেনি শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও স্ত্রীকে নিয়ে ছিল না কোনও বিশেষ পোস্ট। স্বাভাবিকভাবেই ভিন্ন কিছু ভাবতে শুরু করেন তার অনুরাগীরা। সেই সঙ্গে সমালোচনাও শুরু করে দেন নিন্দুকরা। তার ধারণা, নেহা আর রোহানপ্রীতের সম্পর্কে নাকি ফাঁটল ধরেছে। বনিবনা নাকি হচ্ছে না ৭ বছরের কম বয়সী স্বামীর সঙ্গে। 

স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন নেহা। ছবি দেখে এমন অনুমান করছেন নেটপাড়ার একাংশ। দু’জনের পরনে একেবারে বিপরীত রঙের জামা। নেহার পরনে কালো টি-শার্ট, অন্যদিকে স্বামী রোহানপ্রীতের পরনে দুধ সাদা টি শার্ট ও পাগড়ি। একগুচ্ছ ছবি পোস্ট করেন নেহা। তাতে লেখেন, “বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।”

রোহানপ্রীত সেই ছবির বাক্সে লেখেন, “কী দুর্দান্ত এক ছুটি কাটালাম আমরা।”

কিন্তু এই দম্পতি ছুটি কাটাতে কোথায় গিয়েছিলেন? তা খোলাসা করেননি।

চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা আর রোহানের। দেখা মাত্রই প্রেম। নেহার চেয়ে বয়সে ৭ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। ২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাদের। তবে গায়িকার জন্মদিনে স্বামীকে দেখতে না পেয়ে যে আশঙ্কা করছিলেন অনুরাগীরা, এই ছবি তাদের খানিক স্বস্তি দেবে বলেই অনুমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here