বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত কাজে লাগেনি। তার শতক ম্লান করে দিয়ে ভারতের মাটিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। ৪১ রানের জয়ে প্রথমবারের মতো ভারতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল কিউইরা।
ইন্দোরে সিরিজের ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ৩৩৭ রান। জবাবে খেলতে নেমে ভারত অলআউট হয় ২৯৬ রানে।
৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যেতে বসে ভারত। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। নিতিশ কুমার রেড্ডি ও হারশিত রানাকে সঙ্গে নিয়ে জয়ের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি।
এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ১০৮ বলে ১২৪ রানের ইনিংসটি সাজান ১০টি চার ও তিনটি ছক্কায়। তবে তার এই ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি।
ভারতের হয়ে নিতিশ কুমার রেড্ডি করেন ৫৭ বলে ৫৩ রান এবং হারশিত রানা করেন ৫৩ বলে ৫২ রান। এছাড়া শুবমান গিল ২৩, রোহিত শর্মা ১১, শ্রেয়াস আইয়ার ৩, লোকেশ রাহুল ১ ও রবীন্দ্র জাদেজা ১২ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে জ্যাক ফোলকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক নেন তিনটি করে উইকেট। জেইডেন লেনক্স নেন দুটি এবং কাইল জেমিসন নেন একটি উইকেট।
এর আগে টস জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। শুরুতে দুই ওপেনার দ্রুত ফিরে গেলেও চাপ সামলে নেন ড্যারেল মিচেল ও উইল ইয়াং। ইয়াং ৩০ রানে ফিরলেও এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে চতুর্থ উইকেটে ২১৯ রানের বিশাল জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড।
গ্লেন ফিলিপস ৮৮ বলে ১০৬ এবং ড্যারেল মিচেল ১৩১ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই দুই সেঞ্চুরির ওপর ভর করেই বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা।
ভারতের হয়ে অর্শদীপ সিং ও হারশিত রানা তিনটি করে উইকেট নেন। সিরাজ ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট।

