বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানের ৯ ক্রিকেটার

0
বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানের ৯ ক্রিকেটার

আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এবারের আসরে অংশগ্রহণকারী প্রায় সব দলেই রয়েছে পাকিস্তানের একাধিক ক্রিকেটার। তবে দেশটির ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এখন পর্যন্ত পাকিস্তান দলে থাকা ৯ ক্রিকেটারকে বিপিএল খেলার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে পিসিবি।

এদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফিস ও সালমান ইর্শাদ।

আগামী ২৬ দুপুরে আইপিএলের প্রথম মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়েলস। পরদিন মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স, দুপুর ১টায়। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঝে দুই দিন করে বিরতি। এরপর দ্বিতীয় পর্ব ঘুরে যাবে বন্দরনগরী চট্টগ্রামে—৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জমবে লড়াই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। তিনদিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারিতেই শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here