বিপিএল ফাইনালের ফটোসেশনে নেই তামিম-লিটন

0

বিপিএলের ফাইনালের টিকিট গতকাল রাতেই নির্ধারিত হয়ে গিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আর আজ বৃৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ট্রফি নিয়ে দুই ফাইনালিস্টের ফটোসেশন।

ঢাকার পাশে আহসান মঞ্জিলে হয় এই ফটোসেশন। তবে সেখানে দুই দলের কোনো অধিনায়কই উপস্থিত হননি। কথা ছিল লিটন দাস বা তামিম ইকবাল আসবেন ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নিতে। কিন্তু তাদের কাউকেই দেখা যায়নি ট্রফির সঙ্গে। তাদের বদলে দল থেকে এসেছেন দুই প্রতিনিধি।

বিপিএলে দুই দলের ফাইনালে দেখা হওয়ার ঘটনা এবারই প্রথম না, এর আগে ২০২২ ফাইনালেও দেখা হয়েছিল তাদের। যেখানে শেষ হাসি হেসেছিল গোমতী পাড়ের অঞ্চলটি। বরিশালের জন্য এবারের লড়াইটা তাই কিছুটা প্রতিশোধের। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here