বিপিএল: পারিশ্রমিকের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নজরে রাখবে বিসিবি

0

চলমান বিপিএলে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠে। একটি ম্যাচে এ কারণে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। চিটাগাং কিংসের বিপক্ষেও টাকা না দেওয়ার অভিযোগ আছে। 

এসব সমস্যা সমাধানে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে বসে বিসিবি। এ নিয়ে আলাপের পর বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব নাজমুল আবেদীন ফাহিম জানান, দ্রুতই সমস্যার সমাধান হবে। পারিশ্রমিকের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নজরে রাখার কথাও জানান তিনি। 

ফাহিম বলেন, আমরা কিছু কর্মকাণ্ড দেখেছি যা বিপিএলের সঙ্গে যায় না। তাদের সেগুলো মনে করিয়ে দেওয়া। কিছু পারিশ্রমিক সমস্যা আছে, সেগুলো নিয়ে আলাপ করেছি। তারা কীভাবে পরিকল্পনা করছে, সেটা আলোচনা হয়েছে। সময় বলবে আমরা কতটা সমাধানের পথ তৈরি করতে পেরেছি। সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে।

পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে সমালোচনার মুখে পড়েছে দুর্বার রাজশাহী। প্রথম দফায় নানা নাটকের পর ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে পারে তারা৷ পরে ক্রিকেটারদের চেক দেওয়া হলেও সেটি বাউন্স করার অভিযোগ উঠে। এ নিয়েও কথা বলেন ফাহিম।  

তিনি বলেন, খুবই দূর্ভাগ্যজনক। এটা (চেক বাউন্স) আমার মাথায়ও আসেনি কিন্তু। দুই-একটা ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে তাদের প্রতিশ্রুতি রাখেনি বা রাখতে পারেনি। তবে এর বাইরে বাকিরা কিন্তু প্রায় পুরো প্রতিশ্রুতিই রেখেছে। দুই-একটা কিছুটা ব্যর্থ ফ্র্যাঞ্চাইজির কারণে ভালো ফ্র্যাঞ্চাইজিগুলোর কথা উঠে আসেনি। আজকে আমরা তাদের ধন্যবাদ দিয়েছি।

তিনি জানান, আস্থা কিছুটা কম বলেই (ফ্র্যাঞ্চাইজিদের ওপর), এখন আমরা প্রতি মুহূর্তে তাদের নজরদারিতে রাখছি। প্রতিশ্রুতি যদি মোটামুটি রাখতেন তারা, তাহলে এত বেশি উদ্বিগ্ন হতে হতো না। তবে এখন থেকে নিয়মিত নজরে রাখব আমরা। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কিনা, সেটি দেখব আমরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here