বিপিএল নিলাম ২০২৫: কোন দল কত টাকা খরচ করল

0
বিপিএল নিলাম ২০২৫: কোন দল কত টাকা খরচ করল

আসন্ন বিপিএল ১২-এর লড়াই মাঠে গড়াতে আর মাত্র কিছুদিন বাকি। তার আগে গতকাল রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম, যেখানে অভিজ্ঞতা, সামর্থ্য এবং তারকা-মানের ওপর ভিত্তি করে দলগুলো নিজেদের স্কোয়াড সাজিয়েছে।

ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, যা এবারের নিলামের সর্বোচ্চ মূল্য।

নিলামে স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারত। তবে কোনো দলই তা করেনি। ১২ ক্রিকেটার দলে ভেড়াতে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা খরচ করেছে রংপুর রাইডার্স।

নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। ৩ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে তারা। সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্স খরচ করেছে ৩ কোটি ৮১ লাখ টাকা।

নিলামে সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। ২ কোটি ৬৩ লাখ টাকা খরচ করে স্থানীয় ১২ ক্রিকেটারকে দলে ভেড়িয়েছে তারা। সিলেট টাইটান্স খরচ করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা, আর ঢাকা ক্যাপিটালস খরচ করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে পারত। তবে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ৫০ হাজার ডলারও খরচ করেনি। ঢাকা ক্যাপিটালস সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে এবং নিলাম থেকে একমাত্র তারা তিনজন বিদেশি ক্রিকেটার দলে ভেড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here