বিপিএল নিলামে কোটিপতি নাঈম, লিটনের দাম ৭০ লাখ

0
বিপিএল নিলামে কোটিপতি নাঈম, লিটনের দাম ৭০ লাখ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামে সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন তরুণ ওপেনার নাঈম শেখ।  ‘এ’ ক্যাটাগরিতে ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের বিপরীতে জমজমাট প্রতিযোগিতার পর নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস তাঁকে দলে ভিড়িয়েছে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে।  এবারের নিলামের সম্ভাব্য সবচেয়ে দামি ক্রিকেটার তিনিই।

একই ক্যাটাগরির আরেক তারকা জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।  তার মূল্য থেমেছে ৭০ লাখ টাকায়।

নাঈমকে দলে ভেড়ানোর লড়াইয়ে ছিল সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের টানাপোড়েনের শেষ হাসি হেসেছে চট্টগ্রামই। গত আসরে প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে ছিলেন নাঈম।  তাই তাকে ঘিরে আগ্রহ ছিল প্রত্যাশিত।

এদিকে ‘বি’ ক্যাটাগরিতে প্রথমে ওঠে মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। একই পরিণতি হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ক্ষেত্রেও। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্য থাকা দুজনেই রয়ে গেছেন অবিক্রিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here