বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বাদ পড়া নিয়ে চলমান আলোচনার মধ্যে মুখ খুললেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গতকাল (৬ জানুয়ারি) জানা যায়, বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তবে বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভিন্ন দাবি করেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রিধিমা পাঠক জানান, তাকে বাদ দেওয়া হয়নি; বরং তিনি নিজেই স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি লেখেন, ‘গত কয়েক ঘণ্টায় এমন একটি গল্প ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা সত্য নয়। আমি নিজেই ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি। আমার কাছে দেশই সবার আগে, সব সময়।’
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কোনো একক দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলাটাকেই তিনি বেশি গুরুত্ব দেন। রিধিমা বলেন, ‘সততা, সম্মান ও আবেগ নিয়ে বহু বছর ধরে এই খেলাকে সেবা করার সৌভাগ্য আমার হয়েছে। আমি সবসময়ই নৈতিকতা, স্বচ্ছতা এবং খেলাটির মূল্যবোধের পক্ষে দাঁড়িয়ে থাকব।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘যারা সমর্থন জানিয়ে যোগাযোগ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। ক্রিকেট সত্যটাই প্রাপ্য। ব্যস। আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।’
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনেও উত্তেজনা ছড়িয়েছে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক তলানিতে নেমেছে।

