বিপিএল: টিকে থাকার লড়াইয়ে বোলিংয়ে ঢাকা

0

চলমান বিপিএল আসরে ৯ ম্যাচে জয় মাত্র ২টিতে। হাতে আছে আরও ৩ ম্যাচ। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে আর একটি ম্যাচও হারতে পারবে না ঢাকা ক্যাপিটালস। জিতলেও মেলাতে হবে যদি-কিন্তুর নানান সমীকরণ। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচগুলোর একটি খেলতে আজ বুধবার মাঠে নামছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টসভাগ্য পক্ষে আসেনি ঢাকার। টস জিতেছেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক।

ঢাকা ক্যাপিটালস তাদের একাদশে পরিবর্তন এনেছে। দলটি এই ম্যাচে মাঠে নামিয়েছে পেসার মেহেদী হাসান রানাকে। দলে ফিরেছেন মুনিম শাহরিয়ার। বাদ পড়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে ফারমানউল্লাহর পরিবর্তে সুযোগ পেয়েছেন যান্সফোর্ড বেটন।  চিটাগং একাদশে দুই নতুন বিদেশী যুক্ত হয়েছেন। উসমান খান ও মোহাম্মদ ওয়াসিমের জায়গায় এসেছেন জুবায়েরউল্লাহ আকবারি ও হুসেন তালাত। 

চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, জুবাইরউল্লাহ আকবারি, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, হুসেন তালাত, আরাফাত সানী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।   

ঢাকা ক্যাপিটালস: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান রানা, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, রিয়াজ হাসান, র্যান্সফোর্ড বেটন, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here