বিপিএলের নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে আগুন ছড়িয়েছেন সিলেট টাইটানসের নাসুম আহমেদ। মাত্র ৭ রান দিয়ে প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এতে ৩৪ বল বাকি থাকতেই ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী।
নাসুমের এই বোলিং বিপিএল ইতিহাসে ফাহিম আশরাফের সঙ্গে যৌথভাবে চতুর্থ সেরা। গত মৌসুমে সিলেটের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে ৭ রানে ৫ উইকেট পান ফরচুন বরিশালের হয়ে খেলা এই পাকিস্তানি পেসার।
বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড তাসকিন আহমেদের। গত আসরে ঢাকার বিপক্ষে ১৯ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন রাজশাহীর এই পেসার। দ্বিতীয় সেরা বোলিং পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। ২০২০ সালে খুলনার হয়ে ১৭ রানে ৬ উইকেট নেন তিনি। তৃতীয় সেরা বোলিংও এক পাকিস্তানের। ২০১২ সালে রাজশাহীর হয়ে ৬ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস চরম ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। পুরো ইনিংসে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৬১ রান। জবাবে ৬৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

