বিপিএলে রেকর্ড গড়ে বিশ্বরেকর্ড ছুঁলেন ইংলিশ ক্রিকেটার

0
বিপিএলে রেকর্ড গড়ে বিশ্বরেকর্ড ছুঁলেন ইংলিশ ক্রিকেটার

বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে স্টাম্পিংয়ের রেকর্ড গড়ে বিশ্বরেকর্ড ছুঁলেন চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ ক্রিকেটার অ্যাডাম রসিংটন। শুক্রবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে চারটি স্টাম্পিং করেন তিনি। বিপিএলে এই প্রথম এক ম্যাচে চারটি স্টাম্পিংয়ের স্বাদ পেলেন কোনো কিপার।

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ডে যৌথভাবে নাম লিখিয়েছেন এই ইংলিশ উইকেটকিপার। বিশ্বরেকর্ডে রসিংটনের নাম লেখা হয়ে গেছে আরও ছয় কিপারের সঙ্গে। সেখানে আছেন বাংলাদেশের ধীমান ঘোষও। তিনি রেকর্ডটি গড়েছিলেন জাতীয় লিগ টি-টোয়েন্টির ম্যাচে।

রশিংটনের আগে এক ম্যাচে ৪টি স্টাম্পিং করা উইকেটকিপারের সংখ্যা ছয়জন-ধীমান ঘোষ, টনি ফ্রোস্ট, দিনেশ কার্তিক, কামরান আকমল, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে।

গ্লাভস হাতে রশিংটন স্টাম্পিং করেছেন ঢাকার চার ব্যাটার-উসমান খান, শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান রুম্মন ও ইমাদ ওয়াসিমকে। সালমান মির্জাকে করেছেন রান আউট।

ব্যাটিংয়ে নেমেও দুর্দান্ত পারফরফরম্যান্স করেছেন রশিংটন। তার ৩৬ বলে ৬০ রানের ইনিংসে ঢাকার বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে চট্টগ্রাম। উইকেট কিপিং ও ব্যাটিংয়ে অনবদ্য অবদানে ম্যাচসেরা হয়েছেন রশিংটন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে চার স্টাম্পিং প্রথম করেন টনি ফ্রস্ট। ২০০৪ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে গ্ল্যামোরগনের বিপক্ষে এই নৈপুণ্য দেখান ওয়ারউইকশায়ারের কিপার।

পরে ২০০৭ সালে ভারতের দিনেশ কার্তিক, ২০০৯ সালে পাকিস্তানে কামরান আকমাল, ২০১০ সালে বাংলাদেশের ধিমান, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন এবং গত বছর শ্রীলঙ্কার লাহিরু দাওয়াতাগে নাম তোলেন রেকর্ড বইয়ের এই পাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here