বিপিএলে বকেয়া পারিশ্রমিক নিয়ে যা বলছে বিসিবি

0

এবারের বিপিএল নিয়ে বেশ সমালোচনা চলছে। আলোচনায় খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। এজন্য দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বর্জনের মতো ঘটনাও ঘটিয়েছেন। হুমকি ছিল ম্যাচ না খেলারও। আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রয়েছে।

এ নিয়ে গত কয়েকদিনে বেশ শোরগোল শোনা গেছে। শনিবার বিসিবির সভায়ও এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এরপর খেলোয়াড়দের শঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

তিনি বলেন, ‘আমরা সম্প্রতি দেখছি কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এবং অন্যান্য বিষয়ে সমস্যা হচ্ছে। আমরা এটা আমলে নিয়েছি এবং ইতিমধ্যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। বিপিএলের সঙ্গে আমাদের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা সিরিয়াসলি দেখব। ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব। আমরা ইতিমধ্যে সকল ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষদের ডেকেছি। ইতিমধ্যে যেসব হয়েছে তা আমরা মেনে নিচ্ছি।’

এ নিয়ে পরে কথা বলেন বিসিবির আরেক পরিচালক মাহবুব আনামও। তিনি জানান, এসব ইস্যু নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বসবে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাসও দেন বিসিবির এই পরিচালক।

তিনি বলেন, ‘এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেওয়ার বা পদক্ষেপ নেওয়ার সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা মিলে বসে আলোচনা করে নেব। বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। আমাদের সেই দূরত্বগুলো মেটাতে হবে এবং ক্রিকেটারদের আশ্বস্ত করতে হবে যে বিপিএলের পারিশ্রমিকের যে নিয়ম আছে, তা মেনে চলতে হবে।’

তিনি আরও বলেন, ফ্র্যাঞ্চাইজি চুক্তির মধ্যে যেসব দিকগুলো মেনে চলতে হবে, দল মালিকরা যেন সেসব মেনে চলে, তা নিশ্চিত করার জন্য যা করার দরকার বিসিবি সেটাই করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সে কার্যক্রমগুলো চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here