বিপিএলে ফিক্সিং ইস্যু, যা বললেন বিসিবি সভাপতি

0
বিপিএলে ফিক্সিং ইস্যু, যা বললেন বিসিবি সভাপতি

বিপিএলে ফিক্সিং ইস্যু যেন পিছু ছাড়ছে না। গত কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে বিপিএলের ফিক্সিং ইস্যু। বিপিএলের গত আসরে একাধিক ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি ফিক্সিংয়ে যুক্ত থাকার প্রমাণ পেয়েছে এ সম্পর্কিত তদন্ত কমিটি।

তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন না পাওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ক্যাম্প করতে আজ সন্ধ্যায় সিলেট যাওয়ার কথা বাংলাদেশ দলের। যাওয়ার আগে বিসিবির কর্তাদের সঙ্গে আজ একটি বৈঠক করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন সভায়।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড কর্তাদের এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে ফিক্সিং ইস্যু উঠলে বুলবুল বলেন, ‌‘প্রতিবেদনটা (ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন) এখনো আসেনি। সামনের সপ্তাহে আসার কথা রয়েছে। আসার পর আমরা সিদ্ধান্ত নেব।’

ক্রিকেটে ফিক্সিংয়ের মতো অপরাধ ঠেকাতে বিসিবির পদক্ষেপ সম্পর্কে বুলবুল বলেন, আমরা স্যার অ্যালেক্স মার্শালের সঙ্গে শতভাগ চুক্তিবদ্ধ। আমাদের এই খেলাকে বাঁচাতে হবে। আমাদের ছেলেরা-মেয়েরা যাতে ক্রিকেট খেলে, সেটা প্রধান লক্ষ্য। এখানে আমাদের চার্টার আছে সেখানে ক্রিকেট ইন্টিগ্রেট এডুকেশন রেখেছি। দেশের যত ক্রিকেটার খেলবে, ক্রিকেটের যত অফিশিয়াল আছে, তাদের আমরা এই শিক্ষাটা দেব যাতে তারা জানবে বাংলাদেশের আইন, ইসলামিক আইন, ধর্মীয় আইন-মূল্যবোধ সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করব খেলাটাকে কীভাবে বাঁচানো যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here