এ বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের বিশ্বাস, বিপিএলে পারফর্ম করলে বিশ্বকাপে খেলা সহজ হবে তাদের জন্য।
মঙ্গলবার সাংবাদিকদের মিরাজ বলেন, ‘বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে, এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতিটা থাকবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে।’
কেন পারফর্ম করা গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যায় মিরাজ বলেন, ‘কারণ এখানে বিশ্বের অনেক ক্রিকেটার আসবে। ওদের সঙ্গে ভালো খেলা, ড্রেসিং রুম ভাগাভাগি করা, অনেক কিছু শেখা যায়। একটা পরিবেশের মধ্যে থাকা হয়। আশা করি এটা খুব গুরুত্বপূর্ণ হবে।’