বিপিএলে দল পেলেন না সাব্বির-মুমিনুল-আশরাফুল

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দশ আসরের ড্রাফট হয়ে গেছে। রাজধানী ঢাকার একটি হোটেলে এই ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে অংশ নিয়েছিল সাত ফ্রাঞ্জাইজি।

সব ফ্রাঞ্চাইজি ড্রাফট থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছেন। 

আর ‘বি’ শ্রেণির ক্রিকেটার আফিফ হোসেনকে এবার দেখা যাবে খুলনা টাইগার্সের জার্সিতে। একই শ্রেণির ক্রিকেটার রনি তালুকদার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। 

গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে ইমরুল কায়েসকে। তবে ড্রাফট থেকে দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে আলোচিত নাম মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক ও সাব্বির রহমান। একসময়কার টেস্ট অধিনায়ক মুমিনুলের দল না পাওয়াটা অস্বাভাবিক নয়, তবে নানা কারণে আলোচিত সাব্বির রহমানের দল না পাওয়াটা কিছু ক্রিকেট ভক্তকে অবাক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here