বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে দেশের দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি। দেশের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথম রাউন্ডেই অবিক্রিত থেকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
রবিবার অনুষ্ঠিত বিপিএল নিলামের ‘বি’ ক্যাটাগরিতে মাহমুদউল্লাহ রিয়াদের নাম ওঠে। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা থেকে বিড শুরু হলেও ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই বিড করতে রাজি হয়নি। একই পরিস্থিতির শিকার হয়েছেন মুশফিকুর রহিমও। দীর্ঘদিনের অভিজ্ঞতা, বড় ম্যাচে পারফর্ম করার ইতিহাস কোনোটিই এবার দলগুলোর মন গলাতে পারেনি।
এর আগে ‘এ’ ক্যাটাগরির নিলামে মোহাম্মদ নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই সিনিয়র তারকার অবিক্রিত থাকা।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অবিক্রিত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে। তবে দ্বিতীয়বার তারা ‘সি’ ক্যাটাগরিতে নিলামে উঠবেন। সেক্ষেত্রে তাদের ভিত্তিমূল্যও কমে আসবে। সেটিই হয়তো মাহমুদউল্লাহ-মুশফিকের জন্য শেষ সুযোগ হতে পারে।
ফরম্যাট ও কৌশলগত পরিকল্পনার কারণে দলগুলো কি অভিজ্ঞদের পেছনে বিনিয়োগে অনাগ্রহ? নাকি পারফরম্যান্স গ্রাফই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে—এ নিয়ে এখনই ক্রিকেট মহলে চলছে আলোচনা।

