বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুন

0
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুন

এ বছর ঢাকা বেশ শক্তিশালী দল গড়েছে। দলে আছেন এক ঝাঁক তারকা বিদেশি। শানাকা-হেলস-ইমাদের সঙ্গী হবেন উসমান খান, জুবাইরউল্লাহ আকবরী, ওডেন স্মিথ, জিয়া শরিফি। দেশিদের মধ্যেও আছেন তাসকিন আহমেদ, নাসির হোসেন, আবার জাতীয় দলের সহ-অধিনায়ক সাইফ হাসান। তবে তাদের সবাইকে ছাপিয়ে এবার আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।

রবিবার রাজধানীর পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে বিপিএলের প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। সেখানেই অনুশীলনের ফাঁকে ঢাকার অধিনায়ক হিসেবে মিঠুনের নাম ঘোষণা করা হয়। শুরুতে তাসকিনের কথা জানা গেলেও তার ওপর ভরসা রাখল শাকিব খানের দল। 

জাতীয় দলের একসময়ের নিয়মিত সদস্য মিঠুন এখনও দেশের ক্রিকেটে বড় নাম। বর্তমানে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। অধিনায়কত্ব করেছেন সবশেষ এনসিএলেও। গেল বছর বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলকে তুলেছিলেন ফাইনালে। 

এ বছর বেশ শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের মালিকানাধীন দলটিতে চমক হিসেবে আছেন এক ঝাঁক তারকা বিদেশি। দাসুন শানাকা, অ্যালেক্স হেলস, ইমাদ ওয়াসিমের সঙ্গী হবেন উসমান খান, জুবাইরউল্লাহ আকবরী, ওডেন স্মিথ, জিয়া শরিফি।

সাথে দেশিদের মধ্য থেকেও বেছে নেওয়া হয়েছে শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমানের মতো জনপ্রিয় ক্রিকেটারদের। তাসকিন আহমেদ, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুনদের সঙ্গী হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুররা। 

সব মিলে দলে যেন তারকার ছড়াছড়ি। দ্বিতীয়বারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া এই দলটিকে কোচিং করাবেন টবি র‍্যাডফোর্ড। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ, জিয়া শরিফি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here