বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে বাবুল-বাশার

0
বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে বাবুল-বাশার

সিলেটের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। শুক্রবার (২৬ ডিসেম্বর) স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে এই আসরের উদ্বোধন হবে। আসর শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালস জানিয়ে দিলো- টুর্নামেন্টে দল পরিচালনা করবে না তারা।

মালিকানা ছেড়ে দেওয়ার বিষয়টি এক চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম।
চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। চট্টগ্রামের মালিকানা নেওয়া ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে প্রতিষ্ঠানটি দল পরিচালনায় অপারগতা জানানোয় দায়িত্ব নিয়েছে বিসিবি।

দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে কোচিং স্টাফও ঠিক করেছে বিসিবি। প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। দলটির টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন হাবিবুল বাশার সুমন। অন্যদিকে চট্টগ্রামের সন্তান ও সাবেক ব্যাটার নাফিস ইকবালকে করা হয়েছে টিম ম্যানেজার। ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে আগে থেকেই দলের সঙ্গে তুষার ইমরান।

চট্টগ্রামের দায়িত্ব নিতে বিপিএলের টেকনিক্যাল কমিটির দায়িত্ব ছেড়েছেন সাবেক অধিনায়ক বাশার। এর আগে, দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করার কথা ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জাস্টিন মাইলস ক্যাম্পের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here