বিপিএলে খুলনার অধিনায়ক মিরাজ

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগের দিন অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স। এবারের আসরে টাইগার্সদের নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।

রবিবার মিরাজের নেতৃত্বের খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

এবারের আসরে সর্বশেষ দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা। একই দিনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের জার্সি উন্মোচন করেছে দলটি।

বিপিএল উপলক্ষ্যে সব দলই। গত আসরে শিরোপা এনে দেওয়া তামিমের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। গত আসরেও তিনি ছিলেন দলটার অধিনায়ক। কিছুদিন আগেই দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগও।

এছাড়া, নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানায়, এই আসরে দলের অধিনায়কের ভূমিকায় থাকছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। আর নিজেদের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছে রাজশাহী।

আর চিটাগাং কিংসের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন। অন্যদিকে, সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব পেয়েছেন আরিফুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here