বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। এবারের বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেসার।
রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করতে দেখা যায় শোয়েব আখতারকে।
নিলামের আগে থেকেই তাকে মেন্টর হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। ঢাকায় আসার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আগমনের বার্তা দিয়েছিলেন শোয়েব। উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, ‘ঢাকা- আমি আসছি অনেক দিন পর।’
ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের সফরে শোয়েব আখতার দলের একাধিক প্রমোশনাল কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করার মতো বিশেষ আয়োজনও রয়েছে।
শোয়েবের বিশাল আন্তর্জাতিক অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা এবং নেতৃত্বগুণ দলকে মাঠ ও মাঠের বাইরে একটি সুশৃঙ্খল ইউনিট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।

