বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) ড্রাফটে দল পাননি মোসাদ্দেক হোসেন। প্লেয়ার ড্রাফটের পর সরাসরি চুক্তিতেও তার দল না পাওয়াটা ছিল অনশ্যই অবাক করার মতোই। শেষ পর্যন্ত এবারের বিপিএলের মাঝপথে দল পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস সোমবার (৬ জানুয়ারি) তাকে দলে ভিড়িয়েছে। আসিফ হাসানের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি।
বিপিএলের পরিচিত মুখ মোসাদ্দেকের রয়েছে ঘরোয়া ক্রিকেট খেলার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনেও বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারেন তিনি। সেই আলোকে সম্প্রতি খেলেছেন লঙ্কা টি-টেন লিগেও। এবার দেরিতে হলেও পেলেন বিপিএলে নিজেকে প্রমাণের সুযোগ।
এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে মোসাদ্দেক ম্যাচ খেলেছেন ১৫৩টি। ১১২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ১০৮ রান। আর বল হাতে ওভার প্রতি ৭.২৮ রান দিয়ে শিকার করেছেন ৬৪ উইকেট। গড় ২৮.১৮।