বিপিএলের ফাইনালের সময় পরিবর্তন

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের সময় পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে শ্রেষ্ঠত্বের ম্যাচ। অর্থাৎ আগামীকাল শুক্রবার মিরপুরে সন্ধ্যা ৭টার পরিবর্তে ৬টায় ফাইনাল ম্যাচ শুরু হবে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে নামবে, অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় চিটাগাং কিংস।

এক যুগ পর গতকাল বুধবার রোমাঞ্চকর এক জয়ে আবারও ফাইনালে উঠেছে চিটাগাং। আলিস আল ইসলামের বীরত্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়েছেন চিটাগাং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here