গত ১৯ জানুয়ারি ঢাকা থেকে ৭ দল নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল বিপিএলের, তা পুনরায় ঢাকায় এসে শেষ গন্তব্যে পৌঁছেছে। ৪৬ ম্যাচের বিপিএলের ম্যাচ হয়েছে ৪০টি। ম্যাচ বাকি আছে আর ছয়টি।
প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে। এর পর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম্যাচ। ফাইনাল ১ মার্চ।
সরাসরি টিকিট কেনা যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া, ক্লাব হাউজ ৮০০ টাকায় এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।