বিপিএলের জন্য নতুন সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন সূচিতে চট্টগ্রামে রাখা হয়নি কোনো ম্যাচ। ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই চলবে খেলা, এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।
নতুন সূচিতে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার।
একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
বিপিএলের নতুন সূচি দেখতে এখানে ক্লিক করুন।

