তিনবার পিছিয়ে অবশেষে বিপিএলের ১২তম আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর। তবে তার আগে শেষ মুহূর্তে নতুন একটি দল অংশ নিতে যাচ্ছে।
নতুন দলের নাম নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলসের মালিকানায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারা। যার ফলে এবারের বিপিএলে অংশগ্রহণ করছে ৬টি দল।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে ছয়টি দলকেই ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
এবারের বিপিএলে আরও থাকছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়েলস। এবার নতুন খেলোয়াড় বাছাইয়ে ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হবে না, পরিবর্তে হবে ‘অকশন’।
আগামী ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে টুর্নামেন্টটি শুরুর কথা রয়েছে। ফাইনাল ম্যাচ হবে ২৩ জানুয়ারি।

