বিপিএলের উদ্বোধনী সূচিতে পরিবর্তন

0

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। সূচি আগেই ঘোষণা করা হলেও উদ্বোধনী দিনের ম্যাচে এসেছে পরিবর্তন। তবে বাকি সূচি অবশ্য আগের মতোই থাকবে।

উদ্বোধনী দিন ১৯ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগের সূচি অনুযায়ী প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল। তবে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ১৯ জানুয়ারির প্রথম ম্যাচ ৩০ মিনিট পিছিয়ে শুরু হবে দুপুর আড়াইটায়।

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্বের টিকিট বিক্রি। এবারও ২০০ টাকায় ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইস্টার্ন স্টান্ডের টিকিটের এমন মূল্য ধরা হয়েছে। নর্থ ও সাউথ স্টান্ড ৪০০, ক্লাব হাউস ৮০০, ভিআইপি স্টান্ড ১৫০০ ও গ্র্যান্ড স্টান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রির সময়ে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here