মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি থাকলেও এখনও মন্দার মতো ভয়ংকর কোনো কিছুর কবলে পড়েনি বিশ্ব। তবে মার্কিন অর্থনীতিতে অশনি সংকেত ঠাহর করছেন অনেকেই। কারণ এরইমধ্যে দেশটির প্রভাবশালী ব্যাংক সিলিকন ভ্যালি দেউলিয়া হয়ে গেছে। আরও দু’একটি ব্যাংকের বন্ধ হওয়ার খবরও দিচ্ছে বিশ্বের নানা গণমাধ্যম।
পরিস্থিতি সামাল দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে তার দায় যে বাইডেনের ওপরই বর্তাবে।
বাইডেন সরকারের পক্ষ থেকে জানানো, সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের সব আমানত ফেরত দেওয়া হবে।
বাইডেন বলেছেন, ‘সব আমেরিকান আত্মবিশ্বাসী অনুভব করতে, তাদের ডিপোজিট নিরাপদ থাকবে। তারা যখন চাইবে তখনই তুলতে পারবে।’ ‘আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। আমরা এটা বন্ধ হতে দেবো না। যা করা দরকার আমরা সব করব।’
সূত্র: বিবিসি