বিপর্যয়ের জন্য ইহুদিবাদী সরকারের কর্মকাণ্ডই দায়ী : আয়াতুল্লাহ খামেনি

0

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই ধ্বংসাত্মক ভূমিকম্পে ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এটা সহজে মেরামত করা যাবে না।

তিনি আরও বলে, এই বিপর্যয়ের জন্য ইহুদিবাদী সরকারের নিজস্ব কর্মকাণ্ডই দায়ী।

ইরান হামাসকে অর্থায়ন করে এবং যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে বলে অভিযোগ করে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।

শনিবার ইসরায়েলের অভ্যন্তরে হামাসের অনুপ্রবেশের মাত্রা এবং হামলার পরিশীলিততা নিয়ে প্রশ্ন উঠেছে যে, তারা একাই এটি করেছে কিনা কিংবা কারও সহায়তা পেয়েছে কিনা।
খবর অনুসারে, তেহরান এই অভিযানের প্রশংসা করলেও এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার বলেছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে এসব হামলার কোনো ‘সরাসরি তথ্য’ নেই। তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইসরায়েলে হামাসের হামলায় ইরান ‘ব্যাপকভাবে সম্পৃক্ত’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here