ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ২০১৯ সালে করা মন্তব্য ঘিরে বেশ বিপাকেই পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মানহানি মামলায় গুজরাটের আদালত রাহুলকে দুই বছরের সাজা দিয়েছিল।
এই রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। তবে এবার সেই আবেদনও খারিজ করে দিয়েছে গুজরাটের একটি আদালত।
চলতি বছরের ৩ এপ্রিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন রাহুল। তার আইনজীবী দুই বছরের কারাদণ্ডের সাজা স্থগিত চেয়ে আবেদন করেন।
সূত্র: এনডিটিভি