ভারতের সিদ্ধান্তে লাভ হয়েছে পাকিস্তানের। তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেলেও ভারত সে দেশে খেলতে যাচ্ছে না। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। তার ফলে আরও আর্থিক লাভ হবে পাকিস্তানের। ক্ষতিপূরণের পাশাপাশি বাড়তি টাকাও পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গ্রুপ পর্বে ভারতের তিনটি খেলা দুবাইয়ে হবে। একটি সেমিফাইনালও সেখানে হবে। ভারত যদি ফাইনালে ওঠে তা হলে সেই খেলাও দুবাইয়েই হবে। পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, দুবাইয়ের মাঠে টিকিট বিক্রির ৫০ শতাংশ টাকা তারা পাবেন। তিনি বলেন, “আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে এই চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ২৫ হাজারের বেশি দর্শকাসন রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ তো বটেই, ভারতের বাকি ম্যাচেও সব টিকিট বিক্রি হয়ে যাবে। টিকিট বিক্রির অর্ধেক টাকা পাকিস্তান বোর্ড পাবে।”
ভারতের আপত্তির পরে এক সময় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন ঘিরে সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেই সমস্যা মেটে। আইসিসির প্রস্তাব অনুযায়ী ‘হাইব্রিড’ মডেল মেনে নেয় পাকিস্তান। অর্থাৎ, ভারত সে দেশে খেলবে না। বাকি দলগুলি পাকিস্তানেই খেলবে। অবশ্য পরবর্তীতে ভারতে আইসিসি প্রতিযোগিতা হলে পাকিস্তানও খেলতে আসবে না। তারাও নিরপেক্ষ দেশে খেলবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি।
ভারত খেলতে না যাওয়ায় ক্ষতিপূরণ পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেহেতু তারা প্রতিযোগিতার আয়োজক তাই দুবাইয়েও ম্যাচের আয়োজন তাদেরই করতে হবে। সেই কারণে, আইসিসি আলাদা করে টাকা দিয়েছে পাকিস্তানকে। তার পরে এ বার টিকিট বিক্রি থেকেও বাড়তি টাকা পেতে চলেছে পাকিস্তান। ফলে জোড়া আর্থিক লাভ হচ্ছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ডের।