বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ। গত কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে শহরটি। এর জেরে সেখানে বন্ধ করা হয়েছে সব স্কুল। আরোপ করা হয়েছে বিধিনিষেধ। দিনেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইটের আলো জ্বালিয়ে।
শনিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ৫৩৩ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী। বাতাসের এই মান স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক।
বাতাসের মান ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে বাতাসের মান থাকলে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।