বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত হচ্ছে গুগল ম্যাপসের এআই সুবিধা

0
বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত হচ্ছে গুগল ম্যাপসের এআই সুবিধা

গুগল ম্যাপসে এবার গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনি যুক্ত হয়েছে। নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা এখন রাস্তার দিকনির্দেশনা, আশপাশের স্থান, এমনকি যাত্রাপথে তাৎক্ষণিক তথ্য জানার এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পাবেন।

গুগলের প্রোডাক্ট ডিরেক্টর অ্যামান্ডা মুর জানিয়েছেন, ম্যাপসকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি এক বুদ্ধিমান সহকারী হিসেবে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে সময়মতো সহায়তা দিতে পারে। অর্থাৎ, কখন কোথায় যেতে হবে, কোন রুট কম ব্যস্ত—এসব বিষয়ে জেমিনি ব্যবহারকারীকে সাহায্য করবে।

এখন থেকে ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় বা হাঁটার পথে সরাসরি ম্যাপসের মধ্যেই জেমিনিকে প্রশ্ন করতে পারবেন। যেমন কেউ জানতে চাইলে সামনে ভালো কোনো রেস্তোরাঁ আছে কি না, জেমিনি ম্যাপসের ভৌগোলিক তথ্য, স্থানীয় ব্যবসার ডেটা এবং ব্যবহারকারীর পছন্দ মিলিয়ে উত্তর দেবে। প্রয়োজনে নতুন রুটও দেখাবে। এছাড়া পথে দুর্ঘটনা, যানজট বা ঝুঁকির তথ্যও জানাবে জেমিনি।

এআই–এর এই নতুন ফিচার স্মার্টফোনে সহজেই চালু করা যাবে। শুধু `হেই গুগল’ বললেই বা স্ক্রিনের ওপরের ডান পাশে থাকা জেমিনি আইকনে চাপ দিলেই ফিচারটি কাজ করবে।

গুগল ম্যাপসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার বিশাল দত্ত জানান, জেমিনি ওয়েবের তথ্য, ম্যাপসের ব্যবহারকারী রিভিউ ও ভূস্থানভিত্তিক ডেটা একসঙ্গে বিশ্লেষণ করে এমনভাবে উপস্থাপন করে, যেন মনে হয় পাশে বসা কেউ আপনাকে দিকনির্দেশ দিচ্ছে।

গবেষণায় দেখা গেছে, জেমিনি ইতিমধ্যে গুগল ম্যাপসের ২৫ কোটি স্থানের তথ্য ও কোটি কোটি স্ট্রিট ভিউ ছবির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। গুগল জানায়, এই সুবিধা সব সাইন ইন করা ব্যবহারকারীর জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে এবং ধীরে ধীরে সব অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে চালু হবে। ভবিষ্যতে ইনবিল্ট (অন্তর্নির্মিত) গুগল সুবিধাযুক্ত যানবাহনেও এটি ব্যবহার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here