লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হানিবাল গাদ্দাফিকে মুক্তি দিয়েছে লেবানন সরকার। সোমবার তাকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ।
প্রায় এক দশক ধরে তিনি কোনো বিচার ছাড়াই দেশটিতে আটক ছিলেন।
হানিবাল গাদ্দাফির বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৭৮ সালে লেবাননের অন্যতম প্রভাবশালী শিয়া আলেম মুসা আল-সাদর-এর নিখোঁজ হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য গোপন করেছিলেন। তবে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক বিচার শুরু হয়নি।
২০১১ সালে গৃহযুদ্ধে মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। তারপর থেকে হানিবাল পরিবারসহ সিরিয়ায় নির্বাসিত জীবনযাপন করছিলেন। ২০১৫ সালে সিরিয়া থেকে তাকে লেবাননে নিয়ে যাওয়া হয়।
শিয়া আলেম মুসা আল-সাদর যখন নিখোঁজ হন তখন হানিবালের বয়স ছিল মাত্র দুই বছর। পরে তিনি লিবিয়ার কোনো উচ্চপদস্থ সরকারি পদের দায়িত্বেও ছিলেন না। মানবাধিকার সংস্থাগুলো তার আটকের ঘটনায় নিন্দা ও মুক্তি দাবি করেছিল।
২০২৩ সালে হানিবাল তার কারাবাসের প্রতিবাদে অনশন শুরু করেন। যাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত অক্টোবর লেবাননের বিচার বিভাগ ১১ মিলিয়ন ডলারের বিনিময়ে জামিন দেওয়ার নির্দেশ দেয়। তবে তার আইনজীবীরা এ বিষয়ে আপত্তি জানালে আদালত জরিমানার পরিমাণ কমিয়ে প্রায় ৯ লাখ ডলার করে।

