বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে মানব হিতৈষী প্রতিষ্ঠান তাসাউফ ফাউন্ডেশন। আজ শনিবার কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ‘পাশেই আছি’ নামের এ খাদ্য বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হুসাইন ও ভাইস চেয়ারপারসন সৈয়দা মাশুকা কামালের তত্ত্বাবধানে ফাউন্ডেশনের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় সকল কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফাউন্ডেশনটি দেশ ও মানুষের কল্যাণে ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে আসছে। সকলের সহযোগিতা পেলে আরও বৃহত্তর পরিসরে সকল কর্মসূচী পরিচালনা করতে পারবে বলে ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ।