বিদ্রোহীদের কাছে লড়াইয়ে হেরে এবার প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে সীমান্তবর্তী এক শহরকে সংযুক্ত করা সেতুর নিয়ন্ত্রণ হারালো মিয়ানমারের সামরিক বাহিনী। স্থানীয় গণমাধ্যম ও একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, বৃহস্পতিবার কেয়ন রাজ্যের মায়াওয়াদ্দি শহরের ওই সেতুটি থেকে জান্তা বাহিনীর প্রায় ২০০ সেনা পালিয়ে গেলে, তার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে যায়।
রয়টার্স জানিয়েছে, মায়াওয়াদ্দি শহরটি থাইল্যান্ডের ম্যা সো শহরের নিকটবর্তী। এখান থেকে জান্তা বাহিনী পিছু হটায় তারা আরেকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সীমান্ত ক্রসিং থেকে যাওয়া মহাসড়ক মিয়ানমারের মধ্যাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযুক্ত। মায়াওয়াদ্দিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে জান্তা বিরোধী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) ।