মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম মোস্তফা (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু কয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে প্রতিবেশী গোলজার হোসেনের ঘরের টিনের চাল মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গোলাম মোস্তফা ওই গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা একজন দিনমজুর। সে প্রতিবেশি গোলজার হোসেনের ঘরের টিনের চাল মেরামতের জন্য ঘরে উঠলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছিটকে পড়ে যান মাটিতে। স্থানীয় লোকজন তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।