মাদারীপুরের ডাসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ওই গ্রামের মোছলেম মাতুব্বরের ছেলে।
জানা গেছে, দুপুরে বিদ্যুৎ চালিত গ্র্যান্ডিং মেশিন দিয়ে স্টিলের নৌকা মেরামতের কাজ করছিলেন শহিদুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।