বিদেশ গিয়ে প্রতারণার শিকার নারীদের পুনর্বাসনে ভোলায় সচেতনতামূলক সভা

0

বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে গ্রামীণ নারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী ইউনিয়নের গজারিয়া গ্রামে প্রায় ৩০টি পরিবারের নারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস (অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি) এই সচেতনতামূলক সভার আয়োজন করেছে।

আভাস প্রতিনিধি জানান, ভোলার চারটি উপজেলায় বিদেশ ফেরত নারীদের পুনর্বাসনে কাজ করছে আভাস। তাদের পুনর্বাসনের জন্য সচেতন করে তোলার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here