বিদেশে পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি

0
বিদেশে পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় হত্যা চেষ্টার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাতার যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস কুমার পাল। তিনি জানান, সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল বিমানবন্দর থানা থেকে শাহিন শেখকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখায়।

শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। ২০২২ সালের মার্চে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে হত্যা চেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আরও জানান, শাহিন শেখকে শনিবার আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here