ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। গত শনিবার স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিক ইসরায়েলে হামলা করলে যুদ্ধ শুরু হয়। এই অবস্থায় গাজায় আটকা পড়েছে শত শত দ্বৈত পাসপোর্টধারী মানুষ।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিদেশি নাগরিকদের গাজা ত্যাগে মানবিক করিডর খোলার আহ্বান জানানো হয়েছে। চীন মানবিক সহতায় পৌঁছাতে যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্তমান গাজায় যুদ্ধবিরতি পালন করছে না কোনো পক্ষ এবং মানবিক করিডও খোলা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্ধৃত করে রয়টার্স এই রিপোর্ট করেছে।
এর আগে মিশরের দুইজন কর্মকর্তা বলেছিলেন, দক্ষিণ গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা হচ্ছে।